|
Date: 2024-12-31 10:01:43 |
আজকে জাতীয় প্রেসক্লাবের সামনে সংবিধান পুড়িয়ে বিক্ষোভ প্রদর্শন করা হয়। এসময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর শ্রমিক অধিকার পরিষদ এর সাবেক সভাপতি মাহাবুবুল হক শিপন, গাজীপুর মহানগর শ্রমিক অধিকার পরিষদ এর সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ বরকত উল্লাহ, গনঅধিকার পরিষদ নেতা এবং বিশিষ্ট এক্টিভিষ্ট খোয়াই চিং মং চাক, ঢাকা মহানগর উত্তর শ্রমিক অধিকার পরিষদ এর মহাসচিব রুবেল হাওলাদার সহ অন্যান্যরা। সংবিধান পুড়িয়ে বিক্ষোভ প্রদর্শনকালে তারা বলেন ৭২ এর সংবিধান ভারতীয় স্বার্থবাদী এবং শেখ পরিবারের রক্ষাকবচ হিসেবে কাজ করেছে। ২৪ এর অভ্যুথান পরবর্তী নতুন বাংলাদেশে ৭২ এর সংবিধান বাতিল করে দ্রুততম সময়ের মধ্যে ছাত্র জনতার আত্নত্যাগকে প্রাধান্য দিয়ে বৈষম্যমুক্ত রাষ্ট্র গঠনের স্বার্থে নতুন করে সংবিধান তৈরি করতে হবে।
© Deshchitro 2024