রংপুরের পীরগাছায় ভুয়া ডিবি সেজে এক ব্যবসায়ীকে তুলে নিয়ে জিম্মি করে মুক্তিপণ নিয়ে ছেড়ে দেয়া হয়। এ ঘটনাকে কেন্দ্র করে থানায় অভিযোগ দিলে অভিযোগকারীকে মাদক ব্যবসায়ী হিসেবে গ্রেফতার করে যৌথবাহিনী। গ্রেফতারের বিষয়টি ছড়িয়ে পড়লে মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকালে শতাধিক নারী-পুরুষ থানায় উপস্থিত হয়। মুক্তিপণ আদায় ও মাদক ব্যবসায়ী হিসেবে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন পীরগাছা থানা ওসি নুরে আলম সিদ্দিকী।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ছাওলা ইউনিয়নের জ্ঞানগঞ্জ বাজারের হার্ডওয়্যার ব্যবসায়ী জহুরুল ইসলামকে ভুয়া ডিবি সেজে গত ২৬ ডিসেম্বর তুলে নিয়ে আসে রতনপুরের একটি কলা বাগানে এবং ৫ লাখ টাকা চাঁদা দাবী করে। আকস্মিকভাবে সেখানে স্থানীয় ব্যাপারিপাড়া গ্রামের শফিক মিয়ার ছেলে শামিম মিয়া ও নুরুজ্জামান মাস্টারের ছেলে রাজু মিয়া, হরিরাম গ্রামের মশিউর রহমানের ছেলে মোশাররফ হোসেন ও আব্দুর রহমানের ছেলে নুরুল ইসলাম, রতনপুরের মুকুল মিয়ার ছেলে শান্ত মিয়া উপস্থিত হয়ে মধ্যস্থতা করে ১ লাখ ১৭ হাজার নগদ নিয়ে ছেড়ে দেন। ছাড়া পেয়ে ভুক্তভোগী জহুরুল পীরগাছা থানায় একটি অভিযোগ করেন। তদন্ত শুরু হয়, এমন সময় গত ৩০ ডিসেম্বর রাতে মাদক ব্যবসায়ী হিসেবে জহুরুল ইসলামকে গ্রেপ্তার করে যৌথবাহিনী।
জহুরুলের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুয়া ডিবি সেজে ১ লাখ ১৭ হাজার চাঁদাবাজিকে ভিন্নখাতে প্রবাহিত করতে মাদক ব্যবসায়ী হিসেবে গ্রেফতার করা হয়েছে জহুরুলকে। তবে জহুরুল ইসলামের নামে অতীতে মাদক সেবনকারী বা বিক্রেতা হিসেবে থানায় মামলা আছে কিনা জানতে চাইলে থানা ওসি নুরে আলম সিদ্দিকী তাৎক্ষণিক বলতে পারেননি। গ্রেফতারকৃত জহুরুল ইসলামকে মঙ্গলবার বিকেল সাড়ে তিনটায় আদালতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেন ওসি। 
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024