|
Date: 2024-12-31 11:35:24 |
নীলফামারীর কিশোরগঞ্জে নাইট সার্কেল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার রাতে পল্লী মানব উন্নয়ন সংস্থার আয়োজনে উপজেলার বাহাগিলী ইউনিয়নের নয়ানখাল শাহপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উক্ত টুর্নামেন্ট খেলাটি অনুষ্ঠিত হয়েছে। উক্ত খেলায় ডাংগী স্পোর্টিং ক্লাব বিজয়ী ও নয়ানখাল শাহপাড়া জুনিয়র স্পোর্টিং ক্লাব রানারআপ হন। বিএনপি'র বাহাগিলী ইউনিয়ন শাখার সহসভাপতি ওবায়দুল হক সরকারের সভাপতিত্বে ও পল্লী মানব উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আব্দুল কাইয়ূম এর পৃষ্ঠপোষকতায় এসময় উপস্থিত ছিলেন, নীলফামারী জর্জ কোর্ট এর এ্যাডভোকেট মোজাহেদুল ইসলাম শাহ জুয়েল, মিনা এগ্রো'র ম্যানেজিং ডিরেক্টর রোকন ইবনে আজিজ ও সম্রাট শাহ।
উক্ত খেলাটি পরিচালনায় ছিলেন আলিমুল,সাঈদ,আশিক,আশিদুল ও আয়নাল তালুকদার।
© Deshchitro 2024