|
Date: 2024-12-31 13:16:49 |
ইংরেজি নববর্ষ-২০২৫ সালে নাগেশ্বরী পৌরসভা ও উপজেলা বাসীকে নাগেশ্বরী বণিক সমিতির পক্ষ থেকে সুস্থতা কামনা করে নাগেশ্বরীকে অনাবিল সুখ-শান্তি, সমৃদ্ধি ও নতুন বছর উপলক্ষ্যে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নাগেশ্বরী বণিক সমিতির নির্বাচিত সহ সাধারণ সম্পাদক ত্রিপুরা হাজীর নাতি মরহুম ইসমাইল হোসেনের পুত্র হাজী সোহেল,
তিনি বলেন আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখেন, সমগ্র নাগেশ্বরীর সকল জনগণ ও ব্যাবসায়ীদের প্রতি ইংরেজি নববর্ষের শুভেচ্ছা ও শুভকামনা জানাচ্ছি। পুরাতন দিনের সকল বেদনা, দুঃখ, কষ্ট, গ্লানি, হতাশা, ব্যর্থতা ভুলে গিয়ে আমাদের নতুন ভাবে সবকিছু শুরু করতে হবে। সকল চড়াই উৎড়াই পিছনে ফেলে আমরা সবাই সামনের দিকে এগিয়ে যাব, দেশমাতৃকার কল্যাণে সবাই কাজ করব এটাই আমাদের প্রত্যাশা।
আমাদের নতুন দিনের অঙ্গিকার, মাদক সন্ত্রাসমুক্ত সুস্থ সমাজ ব্যবস্থা গড়বার। প্রতিটি মানুষ সৎ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠবে বলে আশা রাখছি। নতুন দিনে নতুন বছরে প্রতিটি ঘর ভরে উঠুক সাফল্যের নতুন মাত্রায়, জীবন হোক বৈচিত্র ও আনন্দময় এই কামনা করছি'।
© Deshchitro 2024