|
Date: 2025-01-01 00:30:26 |
সাতক্ষীরা শ্যামনগর উপজেলা সদরে শহিদ মুক্তিযোদ্ধা সড়ক দখল করে সারিবদ্ধভাবে মোটরসাইকেল পার্কিং করায় পথচারীসহ যানবাহন দুর্ভোগের শিকার হচ্ছেন। চলাচলে হচ্ছেন বাঁধাগ্রস্ত। সৃষ্টি হচ্ছে যানজট। ঘটছে দুর্ঘটনা। সড়কটি যেন অরক্ষিত! দেখার কেউ নেই!
পথচারীরা জানান, সড়ক দখল করে মোটরসাইকেল পার্কিং করায় চলাচলে মারাত্মক অসুবিধা হচ্ছে। যানজট তো লেগেই থাকে, পাশাপাশি দুর্ঘটনাও ঘটে। যেকোন মুহূর্তে ঘটতে পারে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা।
পথচারীদের দাবির প্রেক্ষিতে মঙ্গলবার বেলা ১১টার দিকে সরেজমিনে দেখা যায়, উপজেলা প্রশাসনের সীমানা প্রাচিরের পাশে রাস্তা দখল করে সারিবদ্ধভাবে মোটরসাইকেল রাখা হয়েছে। সড়কটি সদরের সবচেয়ে ব্যস্ততম। এখানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ৫টি বেসরকারি ক্লিনিক, উপজেলা প্রাণিসম্পদ অফিস, ১টি কিন্ডারগার্টেন স্কুল, ১টি প্রাথমিক বিদ্যালয় ও ১টি বালিকা বিদ্যালয়সহ উপজেলা প্রশাসনিক ভবন অবস্থিত। প্রতিনিয়ত হাজার হাজার মানুষ, ভ্যান ও মালবাহী ট্রাক চলাচল করে। মুমূর্ষু রোগী নিয়ে অনাবরত এ্যাম্বুলেন্স যাতায়াত করে এ সড়কে। প্রশাসনিক যাবতীয় কর্মকান্ড সম্পন্ন করার জন্য সড়কটি অধিক ব্যস্ততম।
বিশিষ্ট ব্যবসায়ী মাহবুব আলম ও শিক্ষক দিপক কুমার বলেন, অরক্ষিতভাবে মোটরসাইকেল পার্কিং করায় চলাচলের মারাত্মক বিঘ্ন হচ্ছে। ছোটখাটো দুর্ঘটনা লেগেই আছে।
বিষয়টি নিয়ে শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ রনী খাতুন বলেন, শীঘ্রই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
© Deshchitro 2024