|
Date: 2025-01-01 09:31:45 |
কিশোরগঞ্জের হোসেনপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী জাঁকজমকপূর্ণভাবে পালিত হয়েছে।
এ উপলক্ষে বুধবার (১ জানুয়ারি) সকালে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক এনামুল হক নাঈম, সদস্য সচিব দেলোয়ার হোসেন রাজীব, পৌর ছাত্রদলের সদস্য সচিব রিমন মিয়া, কলেজ শাখার আহ্বায়ক মাসুম হাসান,সদস্য সচিব আরিফুল ইসলাম আরিফ প্রমুখের নেতৃত্বে দলের অস্থায়ী কার্যালয় থেকে শুরু হয়ে বর্ণাঢ্য র্যালী উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে হাসপাতাল চৌরাস্তায় এসে শেষ হয়। এ সময় উপজেলার ৬টি ইউনিয়ন ও একটি পৌরসভার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত ছাত্রদলের অসংখ্য নেতাকর্মীরা র্যালিতে অংশ গ্রহন করে।
উল্লেখ্য,১৯৭৯ সালের ১ জানুয়ারি বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছাত্রদল প্রতিষ্ঠা করেন। নানা চড়াই-উতরাই পেরিয়ে দেশের অন্যতম বৃহত ছাত্রসংগঠনে পরিণত হয়েছে বিএনপির গুরুত্বপূর্ণ সহযোগী সংগঠন ছাত্রদল।
© Deshchitro 2024