|
Date: 2025-01-01 14:56:22 |
◾রাফায়েতুল রাবিত || ২০২৪ সাল আমাদের দেশের নতুন প্রজন্মের মধ্যে এক নতুন বাংলাদেশ গড়ার আশার সঞ্চার করেছে। যেই প্রজন্মকে নিয়ে বিভিন্ন তুচ্ছতাচ্ছিল্য করা হতো সেই প্রজন্ম বিশ্বের ইতিহাসের ভয়ংকরতম স্বৈরশাসক শেখ হাসিনার পতন ঘটিয়েছে। আমরা নতুন প্রজন্ম স্বপ্ন দেখি এমন এক বাংলাদেশের যেই বাংলাদেশ হবে সত্যিকারের সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচারের।
যেই বাংলাদেশে দলীয় ভিন্নতা থাকবে, মানুষে মানুষে বৈচিত্র্য থাকবে কিন্তু সবাই নিজের ভেতরে বাংলাদেশী সত্ত্বাকে ধারন করবে। আমাদের দেশের যে প্রাকৃতিক সম্পদ রয়েছে তার সর্বোচ্চ ব্যাবহার যদি আমরা নিশ্চিত করতে পারি অবশ্যই আমরা জাতি হিসেবে অনেক দূর এগিয়ে যাবো। বর্তমান বিশ্বে সবচেয়ে বড় সম্পদ হচ্ছে মেধাসম্পদ। আর আমাদের দেশ প্রায় ১৮ কোটি মানুষের একটি দেশ। এই জনসংখ্যাকে আমাদের জনসম্পদে রুপান্তর এর বাস্তবসম্মত পদক্ষেপ নেওয়া উচিত।
পরিশেষে নতুন প্রজন্মের একজন হিসেবে বলবো চতুর্থ শিল্প বিপ্লবের যুগে সফলতা অর্জন করতে চাইলে আমাদের সকল বিভেদ ভুলে "ইনক্লুসিভ বাংলাদেশ" গড়ে তোলার বিকল্প নেই। ২০২৫ সাল হোক আমাদের সেই নতুন বাংলাদেশের পথে হাঁটার বছর।
লেখক : রাফায়েতুল রাবিত
শিক্ষার্থী, রাজশাহী বিশ্ববিদ্যালয়।
© Deshchitro 2024