সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে রাশিদা স্কুল এ্যান্ড কলেজে শিক্ষার্থীদের নবীন বরণ-২০২৫ ও পাঠ্যবই বিতরণী অনুষ্ঠিত হয়েছে।


বুধবার (০১ জানুয়ারি) সকালে পুরাতন সাতক্ষীরাস্থ প্রতিষ্ঠানের ক্যাম্পাসে রাশিদা স্কুল এন্ড কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি শামছুদ্দীন বাবলু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে নবীন বরণ-২০২৫ ও পাঠ্যবই বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন এবং পাঠ্যবই বিতরণ করেন বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডাঃ আবুল কালাম বাবলা।


অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন রাশিদা স্কুল এ্যান্ড কলেজের প্রধান শিক্ষক বাপি স্যার। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেখ তৌহিদুজ্জামান চপল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সেনেটারী ইন্সপেক্টর মোঃ রবিউল ইসলাম, শেখ আমিনুর রহমান, মোঃ রবিউল ইসলাম, তরুণ কুমার রায়, মোঃ মোস্তফা কামাল, মোঃ নাজিম উদ্দিন মিলু প্রমুখ। 


এ সময় রাশিদা স্কুল এ্যান্ড কলেজের ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন রাশিদা স্কুল এ্যান্ড কলেজের শিক্ষিকা শেলী।


সাতক্ষীরা ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে রাশিদা স্কুল এ্যান্ড কলেজে শিক্ষার্থীদের নবীন বরণ-২০২৫ ও পাঠ্যবই বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডাঃ আবুল কালাম বাবলা।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024