পিরোজপুরে নানা আয়োজনের মধ্যদিয়ে জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে । পিরোজপুর জেলা ছাত্রদলের আয়োজনে বুধবার  (১লা জানুয়ারি) দুপুর সাড়ে ১২ টায় জেলা স্টেডিয়াম থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে টাউন ক্লাব মাঠে গিয়ে শেষ হয়। 


র‌্যালী শেষে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন। এছাড়া আরো বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সভাপতি হাসান আল মামুন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তানজিদ রশিদ (বাপ্পি), সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন কুমার,  যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদ হাসান শাহিন, যুগ্ম সাধারণ সম্পাদক এস,কে আলামীন যুগ্ম সাধারণ সম্পাদক রেহান শেখ রাজু,দপ্তর সম্পাদক মশিউর রহমান পৌর ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান শাওন ও সদস্য সচিব বেল্লাল সহ ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ।


 ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রী মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।

এ সময় বক্তারা বলেন, আমরা মানুষের ভোটের অধিকারের জন্য লড়াই করছি । মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য এ লড়াই অব্যহত থাকবে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024