ধূমপান হচ্ছে একটি সামাজিক সমস্যা। ধূমপান বলতে তামাক জাতীয়দ্রব্য বিশেষ করে বিড়ি ও সিগারেটের ধোঁয়া গ্রহণ করাকে বোঝানো হয়। বর্তমানে ইলেকট্রনিক সিগারেট বের হয়েছে যেটিও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। সিগারেটই একমাত্র পণ্য যেখানে পণ্যের গাঁয়ে লেখা থাকে সেটি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর অথচ মানুষ সেটাই কিনে গ্রহণ করে।
নারীরা সাধারণত অসৎ বন্ধুদের প্ররোচনায় ধূমপান আসক্ত বেশী হচ্ছে। ফ্রি- মিক্সিং কালচার নারীদের ধূমপান আসক্ত হওয়ার অন্যতম কারণ। অনেক মেয়েদের প্রেমিকরা তাদের সাথে কাছাকাছি হওয়ার সময় ধূমপান খাওয়ানো শেখায়।কৌতুহূলতাও অনেকসময় নারীদের ধূমপান আসক্ত হওয়ার অন্যতম কারণ।
নারীদের মধ্যে উল্লেখযোগ্য পরিমাণ হারে ধূমপান আসক্তি বেড়েই চলছে। বিশেষ করে শহরাঞ্চলে নারীদের ধূমপান করাটা প্রকাশ্যে হয়ে গেছে। রাজধানী ঢাকার শাহবাগ, টিএসসি কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোতে গেলেই নারীদের ধূমপান করার দৃশ্য চোখে পড়ে যায়।রাতের বেলায় এই সংখ্যাটা আরো বেশী। নারীদের ধূমপান করার বিরুদ্ধে দ্রুতই আইন করা উচিত। তানাহলে, এসব ধূমপান আসক্ত নারীদের সংস্পর্শে এসে দেশের তরুণী সমাজ ধ্বংস হয়ে যাবে। নারীদের ধূমপান আসক্তি বড় ধরনের সামাজিক সমস্যা হওয়ার আগেই আইন প্রয়োগের মাধ্যমে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা উচিত।
লেখক : মোঃমাহিন ভূঁইয়া
শিক্ষার্থী,সমাজবিজ্ঞান
ঢাকা কলেজ।