|
Date: 2025-01-03 11:28:58 |
টেকনাফের সীমান্ত এলাকা দিয়ে মাদকের চালান নিয়ে অনুপ্রবেশকালে এক লাখ ইয়াবাসহ এক রোহিঙ্গা মাদক কারবারীকে গ্রেফতার করেছে বিজিবি জওয়ানেরা। এই ঘটনায় আরো ৩২/৩জন পালিয়ে যায়।
৩রা জানুয়ারী রাতের প্রথম প্রহর ২টারদিকে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের টেকনাফ বিওপির দায়িত্বপূর্ণ বিআরএম-৭ হতে প্রায় ৮শ গজ দক্ষিণ-পূর্ব দিকে বরফকল এলাকায় নৌটহল দানকালে সন্দেহভাজন এক ব্যক্তিকে নাফনদী পার হয়ে ১টি পোটলা হাতে নিয়ে বরফকল এলাকা দিয়ে বাংলাদেশ অভ্যন্তরে আসতে দেখে। উক্ত ব্যক্তির গতিবিধি সন্দেহ হওয়ায় পূর্ব হতেই কৌশলগত অবস্থানে থাকা বিজিবি টহলদল ঘেরাও করে মায়ানমারের মন্ডু পেরাম পুরের মৃত কালা সোনার পুত্র মোঃ সামছুল আলম (২০) কে আটক করতে সক্ষম হয়। পরে টহলদল উক্ত ব্যক্তির হাতে থাকা পোটলার ভিতর হতে ৬হাজার পিস ইয়াবা উদ্ধার করে। এছাড়াও আটককৃত আসামীর নিকট হতে একটি মোবাইল ফোনও জব্দ করা হয়।
টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের নবাগত অধিনায়ক লেঃ কর্ণেল আশিকুর রহমান (পিএসসি) জানান, জব্দকৃত ইয়াবা ও মুঠোফোনসহ নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের কার্য্যক্রম প্রক্রিয়াধীন।
© Deshchitro 2024