মানু‌ষের উপর জুলু‌মের চরম সীমা অ‌তিক্রম করায় আল্লাহ গজব প‌রে‌ছে শেখ হা‌সিনার উপর-বিএন‌পি নেতা কামাল জামান মোল্লা।

জনগ‌নের উপর জুলুম নির্যাত‌নের চরম সীমা অ‌তিক্রম ক‌রে‌ছি‌লো শেখ হা‌সিনা। গা‌য়ে‌বি মামলা, হামলা দি‌য়ে বিরোধী মত‌কে শেষ কর‌তে চে‌য়ে‌ছে শেখ হা‌সিনা। তাই জনগ‌নের বোবা কান্না আল্লাহর দরবা‌রে পৌ‌ছে‌ছে। আর এ জন‌্য শেখ হা‌সিনার উপর গজব না‌জিল হ‌য়ে‌ছি‌লো। আজ শ‌নিব‌ার দুপু‌রে মাদারীপুর জেলার শিবচর চরজানাজাত ইউনিয়‌ন বিএন‌পির সমা‌বে‌শে প্রধান অ‌তি‌থির বক্তব্যে এসব কথা ব‌লেন উপ‌জেলা বিএন‌পির আহব্বায়ক কামাল জামান নুরু‌দ্দিন মোল্লা।


এসময় আরো উপ‌স্থিত ছি‌লেন, শিবচর উপ‌জেলা বিএন‌পি যুগ্ম আহব্বায়ক মোঃ শাহজাহান(সাজু মোল্লা), যুগ্ম আহব্বায়ক মো মাহাবুব মাদর, যুগ্ম আহব্বায়ক মোঃ শ‌হিদুল ইসলাম (স‌হিদ চেয়ারম‌্যান), শিবচর পৌরসভার সা‌বেক ক‌মিশনার মোঃ শাহাদাত হো‌সেন খ‌া, উপ‌জেলা যুবদল সভাপ‌তি মোঃ বাকাউল ক‌রিম খান, বিএন‌পি নেতা মোঃ আদিল খান, চরজানাজাত ইউনিয়ন বিএন‌পির সাবেক সভাপ‌তি মোঃ শান্ত বেপারী, মাদারীপুর জেলা যুবদ‌লের সা‌বেক যুগ্ম সাধারন সস্পাদক মোঃ নজরুল সরকার প্রমুখ।


এসময় কামাল জামান মোল্লা আরো ব‌লেন, জুলাই-আগস্টে বৈষম‌্যবি‌রোধী আন্দোল‌নে বিএন‌পি ও অঙ্গসংগঠ‌নের নেতারা সরকার পত‌নে অন‌্যতম ভূ‌মিকা পালন ক‌রে‌ছে। যার যার অবস্থান থে‌কে সে‌দিন আন্দোলনে নে‌মে‌ছি‌লো বিএন‌পির নেতাকর্মীরা।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024