জামালপুরের ইসলামপুর উপজেলায় অগ্নিকাণ্ডে অন্তত কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।


গতকাল শনিবার (৪ জানুয়ারি) দিবাগত গভীর রাতে উপজেলার গাইবান্ধা ইউনিয়নের নাপিতেরচর ডাকপাড়া গ্রামে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।



স্থানীয় সূত্রে জানা গেছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে। এলাকাবাসীর আপ্রাণ চেষ্টাতেও তাৎক্ষণিক আগুন নেভানো সম্ভব হয়নি। মুহূর্তেই টিনসেট ৮টি ঘর চারটি ঘর পুড়ে ভস্মীভূত হয়। এছাড়া 

নগদ টাকা এবং টিভি, খাট-তোষক, বিভিন্ন আসবাবপত্র, বিভিন্ন কৃষি পণ্য পুড়ে ছাই হয়। অন্তত কোটি টাকার মালামাল পুড়ে ক্ষয়ক্ষতি হয়েছে। 

 

ভুক্তভোগী নাপিতেরচর ডাকপাড়া গ্রামের মো. দুদু হাজি বলেন, গভীর রাতে আগুনে লেগে তিনটি বসতবাড়ির আটটি টিনসেট ঘরসহ কোটি টাকার ক্ষতি হয়েছে। রাস্তায় ব্রিজ ভেঙে যাওয়ার কারণে ফায়ার সার্ভিসের আগুন নেভানো গাড়ি রাস্তা থেকে ফেরত নিয়ে গেছেন।



ইসলামপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাজাহারুল ইসলাম বলেন, ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। স্থানীয়দের কাছে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট নিয়ে ঘটনাস্থলে আমরা রওনা হই। কিন্তু রাস্তায় ব্রিজ ভেঙে যাওয়ায় আমরা ঘটনাস্থলে আমাদের গাড়ি নিয়ে পৌঁছতে পারিনি। ঘটনাস্থলের খুব কাছ থেকেও গাড়ি না ঢুকায় ফেরত এসেছি।'


ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুর রহমান বলেন, 'অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা করা হবে।'


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024