|
Date: 2025-01-05 10:39:25 |
টেকনাফে র্যাব-১৫ এর সদস্যরা বসত-বাড়ি তল্লাশী করে ৯৫হাজার ১শ ৩৫পিস ইয়াবা,মাদক বিক্রির ৪লাখ ২০হাজার টাকা এবং মাদক ক্রয়ের জন্য মওজুদ ৫লাখ ৫হাজার মায়ানমারের কিয়াতসহ ১জনকে গ্রেফতার করেছে।
সুত্র জানায়,গত ৪ঠা জানুয়ারী ভোরে কক্সবাজার র্যাব-১৫ এর (সিপিসি-১) টেকনাফ ক্যাম্পের চৌকষ একটি আভিযানিক দল টেকনাফ পৌর এলাকার মধ্যম জালিয়াপাড়ায় জনৈক ব্যক্তির বসত-ঘরে কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য বিক্রয়ের জন্য অবস্থানের গোপন তথ্যের ভিত্তিতে মাদক বিরোধী বিশেষ অভিযানে যায়। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে বসত-ঘর থেকে কৌশলে পালানোর চেষ্টাকালে চকরিয়ার শাহারবিল ইউপির ছখিনা বাপের পাড়ার মৃত জালাল উদ্দিন এর পুত্র নজরুল ইসলাম (৪১) কে গ্রেফতার করতে সক্ষম হলেও আরো কয়েকজন মাদক কারবারী পালিয়ে যেতে সক্ষম হয়। পরে বিধি মোতাবেক উক্ত বসত-ঘর তল্লাশী করে ৯৫হাজার ১শ ৩৫পিস ইয়াবা, ইয়াবা বিক্রির ৪লাখ ২০হাজার টাকা এবং মাদক ক্রয়ের জন্য রক্ষিত মায়ানমারের ৫লাখ ৫হাজার কিয়াত উদ্ধার করা হয়।
উল্লেখ্য,গ্রেফতারকৃত মাদক কারবারী গত ৪/৫বছর পূর্বে টেকনাফে প্রাইভেট কোম্পানীতে চাকুরী করার সুযোগে উপজেলার মধ্যম জালিয়াপাড়ায় তার শ্বশুর বাড়ীতে স্ত্রী-সন্তানসহ বসবাস করে আসছে মর্মে জানায়। পর্যায়ক্রমে সে মাদক ব্যবসার সাথে জড়িয়ে পড়ে এবং লোকচক্ষুর অন্তরালে টেকনাফ হতে অবৈধ মাদকদ্রব্য ক্রয় করে। যা পলাতক মাদক কারবারীদের সহযোগীতায় জেলার পার্শ্ববর্তী বিভিন্ন স্থানে বিক্রয় করে আসছিল।
কক্সবাজার র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল এন্ড মিডিয়া,অফিসার) অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান (পিপিএম,সেবা) জানান,এই ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য লিখিত এজাহার দাখিলের পর ধৃতকে টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে।
© Deshchitro 2024