সিরাজগঞ্জের বেলকুচিতে সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী,  সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক  সভাপতি  আব্দুল লতিফ বিশ্বাসকে  আটক করেছে যৌথবাহিনী । রবিবার (৫ জানুয়ারি-২০২৫খ্রিঃ) বিকেল ৩টার দিকে বেলকু‌চি উপ‌জেলার কামারপাড়া নিজস্ব বাসভবন থেকে যৌথবাহিনীর অভিযানে চালিয়ে তাকে আটক করা হয়। 

বেলকুচি থানার ওসি জাকারিয়া হোসেন বলেন,  যৌথবাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।এ জন্য কোন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে এখনো জানানো হয়নি। অভিযান শেষে থানায় হস্তান্তর করলে সব বিষয় জানা যাবে।


উল্লেখ্য, সিরাজগঞ্জ-৫  আসন থেকে আব্দুল বিশ্বাস ১৯৯৬ খ্রিঃ ও ২০০৮ খ্রিঃ জাতীয়  সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৮ খ্রিঃ নির্বাচনের পর আব্দুল লতিফ বিশ্বাস মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর দায়িত্ব পালন করেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024