|
Date: 2025-01-05 12:23:00 |
জামালপুরের ইসলামপুর উপজেলার পলবান্ধা ইউনিয়নের সিরাজাদাবাদ এলাকায় অভিযান চালিয়ে ৭ জুয়াড়িকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ শাখা-২ এর একটি দল।
আজ রবিবার (৫ জানুয়ারি) বিকেলে জুয়া খেলা নিরোধ আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে জুয়াড়িদের জামালপুর আদালতে সোপর্দ করেছে পুলিশ।
এর আগে শনিবার দিবাগত রাতে সিরাজাদাবাদ সেকান্দরপাড়া এলাকা থেকে জুয়া খেলা অবস্থায় তাদের আটক করা হয়। এতে নেতৃত্ব দেন এসআই রফিকুল ইসলাম এবং এসআই আফজাল হোসেন।
গ্রেপ্তার জুয়াড়িরা হলো, পশ্চিম সিরাজাবাদ গ্রামের মৃত বুদু আকন্দের ছেলে শফিকুল (৪৫), লিয়াকত আলীর ছেলে জাহাঙ্গীর আলম (৪০), উত্তর সিরাজাবাদ গ্রামের সেকান্দরপাড়ার মইন আলীর ছেলে রবিজল মিয়া (২৮), উত্তর বাহাদুরপুর গ্রামের সামছুল হকের ছেলে গোলাম রায়ান (৩৭), বাহাদুরপুর গ্রামের মৃত নসিব আলীর ছেলে আক্রাম হোসেন (২৮), উত্তর সিরাজাবাদ গ্রামের মৃত নুজু শেখের ছেলে আক্কাস আলী (৫৫) এবং চর বাটিকামারী গ্রামের জালাল শেখের ছেলে রাসেদ (৩৭)।
জেলা ডিবি শাখা-২ এর ওসির দায়িত্ব থাকা উপপরিদর্শক (এসআই) শহীদুল আলম বলেন,:গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে সিরাজাবাদ সেকান্দরপাড়া এলাকায় আক্কাস আলীর বাড়ির পশ্চিম পাশে খড়ের পাল্লার পাশে ফাঁকা জায়গা জুয়া খেলা অবস্থায় ৭ জুয়াড়িকে আটক করা হয়। জুয়া খেলা নিরোধ আইনের মামলায় জুয়াড়িদের আদালতে সোপর্দ করা হয়েছে। এলাকা জুয়ামুক্ত রাখতে আমাদের অভিযান অব্যাহত।'
© Deshchitro 2024