|
Date: 2025-01-06 09:27:34 |
শেরপুরের ঝিনাইগাতী থানা পুলিশের অভিযানে ৩০০ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ একজনকে গ্রেফতার করা হয়েছে। ৬ জানুয়ারি সোমবার ভোররাতে ঝিনাইগাতী থানাধীন সিয়াম টিকিট কাউন্টারের সামনে অভিযান চালিয়ে সানোয়ার হোসেন নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সানোয়ার হোসেন (২৫) ঝিনাইগাতী উপজেলার রামেরকুড়া গ্রামের আব্দুল ওয়াহেদের পুত্র। এক গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আল আমিনের নির্দেশে এসআই শফিকুল ইসলাম ও এএসআই শামছুল হক সঙ্গীয় ফোর্সসহ পুলিশের একটি দল সোমবার ভোররাতে ঝিনাইগাতী সদর বাজারের সিয়াম টিকিট কাউন্টারের সামনে অভিযান চালিয়ে ওই মাদক কারবারিকে ৩০০ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ গ্রেফতার করে। উদ্ধারকৃত ফেন্সিডিলের বর্তমান বাজার মূল্য আনুমানিক ৫ লক্ষ টাকা। এ ঘটনায় ঝিনাইগাতী থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
© Deshchitro 2024