|
Date: 2025-01-06 12:45:19 |
আবুবকর সিদ্দিক, খুলনা জেলা প্রতিনিধি:
কয়রার প্রান্তিক এলাকায় সংগঠন এ্যালাইন্স ফর মার্জিনাল পিপল সংগঠন এর ২০২৫-২০২৬ সেশনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক ও প্রধান উপদেষ্টা আব্দুল্লাহ্ আল মামুন (সবুজ) সহ উপদেষ্টা মনোরঞ্জন মন্ডল এবং উপদেষ্টা নিমাই চন্দ্র মন্ডল এর উপস্থিতি তে ইং ১৬ ই ডিসেম্বর ২০২৪ তারিখে সাধারণ সভায় সভাপতি মাহমুদুল হাসান (নীল) এবং সাধারণ সম্পাদক মোস্তাকিম মামুন কে মনোনীত করার সিদ্ধান্ত করে পরবর্তী তে পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন এবং সাক্ষরিত পত্র দেন। পূর্নাঙ্গ কমিটির সদস্য হলেম সভাপতি-মাহমুদুল হাসান নীল, সহ-সভাপতি- আব্দুল আলিম, সোহানুর রহমান সোহান, জাকির হোসেন, আরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক- মোস্তাকিম মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক- রাকিবুল ইসলাম রাকিব, মাহফুজুর রহমান, কোষাধ্যক্ষ-ইসমাইল হোসেন সিরাজী, সাংগঠনিক সম্পাদক-অনিক মন্ডল সেতু, মিকদাত হোসেন, দপ্তর সম্পাদক- হুমায়ুন আহমেদ ঐশ্বর্য, রাজু আহমেদ, পরিকল্পনা ও বিশ্লেষণ সম্পাদক-মোঃ হামি হাসনাত (সম্রাট); ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক- মোঃ আল শাহরিয়ার হোসাইন, গ্রন্থাগার ও পাঠচক্র বিষয়ক সম্পাদক -রাজেশ কুমার (রাজু), পরিবেশ রক্ষা বিষয়ক সম্পাদক-আরিফ শাহরিয়ার (তানিম),আইন বিষয়ক সম্পাদক- বাইজিদ হোসেন-প্রচার সম্পাদক- শাহরিয়ার হোসেন (শান্ত) , ওলিয়ার রহমান,শিক্ষা ও পাঠ্যক্রম বিষয়ক সম্পাদক-শোয়েব হোসেন; তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক- মোস্তাফিজুর রহমান, মানবকল্যাণ সম্পাদক: রায়হান উল ফেরদৌস; ক্রিড়া সম্পাদক- ইমরান হোসেন ,রসুল হাসনাত, জলবায়ু পরিবর্তন সচেতনতা সম্পাদক-সজল মন্ডল, ওয়ালিদ হোসেন, সদস্য বিষয়ক সম্পাদক- রাসেল রাজ, তাইমুল ইসলাম, সাহিত্য সম্পাদক- আব্দুল্লাহ আল জাহিদ; সংস্কৃতি সম্পাদক- জয়দেব মিস্ত্রী; স্বাস্থ্য বিষয়ক সম্পাদক-তাওহিদ ইসলাম, কার্যনির্বাহী সদস্য- মুন্না হোসেন, গোলাম মোস্তফা,আল আমিন,আহসান উল্লাহ বাবলা,সাগর গাইন,ঈশান,আমিনুর রহমান ,নাইম ইসলাম,মাহবুর রহমান,তনয় গাইন,মমিনুর ইসলাম প্রমুখ।
উক্ত কমিটির মেয়াদ কাল শেষ হবে ১৬ ই ডিসেম্বর ২০২৬ ইং।
© Deshchitro 2024