নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় ৩৯ বোতল বিদেশি মদসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন।


মঙ্গলবার (২৯ নভেম্বর) সকালে উপজেলার নলচিরা স্পিডবোট ঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয় ।


বিসিজি স্টেশন হাতিয়া সূত্র জানায়, গোপন সংবাদের  ভিত্তিতে আজ সকাল ৮.২৫ থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার নলচিরা ঘাটে বিশেষ অভিযান পরিচালনা করে হাতিয়া বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন। এসময় ৩৯ বোতল বিদেশী মদ সহ রাসেল (২৫) নামের এক ব্যক্তিকে আটক করা হয়।


আটককৃত ব্যক্তি মোহাম্মদ রাসেল নোয়াখালী সুধারাম থানার পৌরসভা ৯ নং ওয়ার্ডের পশ্চিম এওজবালিয়া গ্রামের বাসিন্দা মোঃ হানিফ মিয়ার ছেলে।


হাতিয়া থানার অফিসার ইনচার্জ ( ওসি )  মোঃ আমির হোসেন জানান, জব্দকৃত মদ সহ আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024