|
Date: 2025-01-07 04:26:10 |
কক্সবাজারের কুতুবদিয়ায় তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ডিসেম্বর ২০২৫)সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালিটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।র্যালিতে অংশ নেন বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, এবং রাজনৈতিক ও সুশীল সমাজেুর প্রতিনিধিরা।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যথোয়াইপ্রু মারমা। তিনি বলেন, “তারণ্য উৎসব দেশের যুবসমাজকে উন্নয়নমূলক কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”
© Deshchitro 2024