কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ ইউনিয়নের জেলে পাড়া এলাকায় বৈদ্যুতিক শর্ট-সার্কিটের আগুনে ১০ বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্তদের দাবি উক্ত অগ্নিকাণ্ডে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে,এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা হলেন, সত্য দাস, সমীর দাস,কার্তিক দাস,মহিরাম দাস,অগ্রদাস, নির্মল দাস, ফাল্গুন দাস,নিরঞ্জন দাস, লালন দাস, নীলকান্ত দাস।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, সোমবার দিবাগত রাত তিনটার দিকে বড়ঘোপ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের জেলে পাড়া এলাকার সত্য দাস বাড়িতে আগুন লাগে। মুহুর্তের মধ্য আশেপাশের বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয় জনসাধারণের ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।এবিষয়ে কুতুবদিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সোহেল আহমদ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমান জানা যায়নি। তবে ১০ টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024