◾প্রসনজিৎ পাল  : মৃৎশিল্প হচ্ছে এ দেশের ঐতিহ্যবাহী শিল্প গুলোর মধ্যে অন্যতম। এ শিল্পের প্রধান কাচামাল হচ্ছে মাটি তাই এ শিল্পকে মাটির কাজও বলা হয়ে থাকে। যারা এ মাটির কাজের সাথে জড়িয়ে আছে তাদের বলা হয় কুমার বা পাল মশাই। আগেকার দিনে হরেক রকম কাজ হতো কুমার দের হাতে। যেমন: হাড়ি, কলস, পাতিল, পুতুল, ঘোড়া,নৌকা, ঢাকনা ও শীতের দিনে পিঠা বানানোর মাটির সকল জিনিস সহ আরো অনেক কিছু। কিন্তু এগুলো তৈরী করতে যা খরচ হয়। বিক্রি করে তাতে এত লাভ করা যায় না ।


এগুলো তৈরী করতে এবং তা পুড়াতে অনেক শ্রম লাগে। যাতে করে তাদের হাড়ভাঙ্গা কষ্ট করেও হচ্ছে না আয়-রোজগার। তাই এগুলো ছেড়ে কুমারড়া বেছে নিচ্ছে অন্যান্য পেশা। এতে শেষ হয়ে যেতে পারে মৃৎশিল্প নামের এই পেশা টা। কিন্তু এদের মধ্যে অনেক কুমার মৃৎ শিল্পে কুয়ার পাট তৈরী করে হচ্ছে একটু লাভবান। তাবে কুয়ার পাট বানাতে এটেল মাটি ও পুড়াতে জ্বালানির দাম বেশি হওয়ায় তারাও পড়ছে বিপাকে।


এ জন্য সরকারি পৃষ্ঠপোষকতা একান্ত জরুরি। কেননা, সরকার যদি কুমার সম্প্রদায়কে আর্থিকভাবে সহায়তা দিতে পারে, তাহলে মাটির শিল্প টিকে থাকবে বহু দিন, এতে দেশে বেকারের সংখ্যা হ্রাস পাবে । অর্থনীতিতেও এ শিল্প রাখবে অবদান। 
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024