|
Date: 2025-01-07 16:14:20 |
মুন্সিগঞ্জের সিরাজদিখানে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. এনামুল হক (১৭) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেলের চালক এনামুল নিয়ন্ত্রণ হারানোর ফলে ব্যাটারিচালিত একটি ভ্যানের সাথে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় সাথে থাকা আরও এক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকেল সাড়ে ৫ টার দিকে উপজেলার ইছাপুরা ইউনিয়নের মোস্তফাগঞ্জ মাদরাসা ব্রীজের নিকটে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. এনামুল হক উপজেলার ইছাপুরা ইউনিয়নের ইছাপুরা গ্রামের মো. মিন্টু মিয়ার ছেলে। সে সিরাজদিখান সরকারি কুঞ্জ বিহারী ডিগ্রী কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। অপরদিকে আহত মো. বিল্লালকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
পুলিশ ও নিহতের সহপাঠীরা জানান, মঙ্গলবার বিকেলে এনামুল তার এক বন্ধুকে নিয়ে মোটরসাইকেল যোগে ইছাপুরা যাচ্ছিল। পথিমধ্যে মোস্তফাগঞ্জ মাদরাসার ব্রীজের সামনে পৌঁছলে মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে যায়। এ সময় ব্যাটারিচালিত একটি ভ্যানের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের ২ আরোহী সড়কের ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে এনামুলের মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান বলেন, বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোর ফলে এ দুর্ঘটনা ঘটেছে।
© Deshchitro 2024