|
Date: 2025-01-08 10:05:04 |
কক্সবাজারের কুতুবদিয়ায় ঐতিহ্যবাহী সিকদার পরিবারের সন্তান মরহুম মাস্টার জাফর আহমেদের সুযোগ্য সন্তানদের অর্থায়নে পরিচালিত সুফিয়া জাফর আহমদ শিকদার ফাউন্ডেশন কুতুবদিয়ার বিভিন্ন স্কুল এবং মাদ্রাসার ২০২৪ সালে অনুষ্ঠিত বার্ষিক পরীক্ষায় ষষ্ঠ এবং নবম শ্রেণীতে প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী ১৩২ জন ছাত্র-ছাত্রীকে নগদ অর্থ এবং সার্টিফিকেট প্রদানের মাধ্যমে বৃত্তি প্রদান করা হবে। এই উপলক্ষে আগামী ১৭ জানুয়ারি শুক্রবার বিকাল ২:৩০ কুতুবদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে বৃত্তির টাকা প্রদান করা হবে, এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় সচিব ডক্টর মহিউদ্দিন, সভাপতিত্ব করবেন আমেরিকান প্রবাসী বিশিষ্ট শিল্পপতি জনাব আজিজ ওসমানী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট চিকিৎসক আমেরিকান প্রবাসী ডাক্তার আতাউল ওসমানী, কুতুবদিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা,মহোদয় ও অফিসার ইনচার্জ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ।
অনুষ্ঠান বাস্তবায়নের লক্ষ্যে মঙ্গলবার(৭ডিসেম্বর২০২৪) এক প্রস্তুতি সভা কুতুবদিয়া উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আকবর খানের সভাপতিত্বে স্থানীয় এক হোটেল অনুষ্ঠিত হয়,।এত অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট আলেমে দ্বীন ফাশিয়াখালী কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ওয়াক্কাচ,কুতুবদিয়া কলেজের প্রভাষক মাহমুদুল করিম, সাংবাদিক অধ্যাপক নজরুল ইসলাম, মাওলানা নাসির উদ্দিন, বডঘোপ বাজারের ব্যবসায়ী প্রতিনিধি নজরুল ইসলাম, সাবেক ছাত্রনেতা বোরহানউদ্দিন, নিয়ামুল হক বাপ্পি, রবিউল ইসলাম, ও ছাত্র প্রতিনিধি মনসুর প্রমুখ।
© Deshchitro 2024