মুন্সিগঞ্জের সিরাজদিখানে গণধিকার পরিষদ (জিওপি) এর কেন্দ্রীয় সহ-সভাপতি ও মুন্সিগঞ্জ জেলার আবায়ক মো. জাহিদুর রহমানের উদ্যোগে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


বুধবার বিকেল ৫টার দিকে সিরাজদিখান উপজেলা অডিটরিয়ামে এ শীতবস্ত বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে ৫০০ জন হতদরিদ্র ও অসহায় দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।


এ সময় গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি ও মুন্সিগঞ্জ জেলার আহ্বায়ক মোহাম্মদ জাহিদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।


বাংলাদেশ যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ফারুক হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির উচ্চতর পরিষদ যুগ্ন সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান খান, অর্থ সম্পাদক শহিদুল ইসলাম ফাহিম, সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসাইন এবং কেন্দ্রীয় ও জেলা উপজেলার সিনিয়র নেতৃবৃন্দ।


সিরাজদিখান উপজেলা ছাত্র, যুব, শ্রমিক গণধিকার পরিষদের সার্বিক সহযোগিতায় এ সময় আরো উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি হাজী আহসান হাবীব শ্যামল, সাধারণ সম্পাদক জাহিদ আহমেদ, উপদেষ্টা নাজির আহমেদ, হাসান শেখ, ইউনুস মৃধা। সিরাজদিখান উপজেলার সহ-সমন্বয়ক, আব্দুল হামিদ, কাসেম মেম্বার, গণঅধিকার পরিষদ গ্রীস শাখার সভাপতি মোঃ গিয়াসউদ্দিন, মুন্সিগঞ্জ জেলা গণ অধিকার পরিষদ যুগ্ম সদস্য সচিব মোঃ রাসেল, যুগ্ম সদস্য সচিব দিদার রুমি, মুন্সিগঞ্জ জেলা ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক সৌরভ মাঝি প্রমুখ।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024