বগুড়ার শাজাহানপুরে  বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল -বিএনপি'র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে  বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বুধবার (০৮ জানুয়ারি) বাদ জোহর উপজেলার দুবলাগাড়ি হাফেজিয়া মাদরাসায় এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।  বগুড়া জেলা ছাত্রদলের কর্মসূচির অংশ হিসেবে শাজাহানপুর উপজেলা  ছাএদলের আয়োজনে এই  দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান ও তার পুত্র  আরাফাত রহমান কোকোর বিদ্রোহী  আত্মার মাগফেরাত কামনা এবং  বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্থতা কামনা করে মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়।  দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন শাজাহানপুর উপজেলা ছাত্রদলের সভাপতি- আব্দুল্লাহ ছোটন, সাধারণ সম্পাদক মেহেদী হাসান, সহ-সভাপতি মুঞ্জিল আলম শিপন, ইমতিয়াজ আহমেদ পায়েল, আবু বক্কর,নূর মোহাম্মাদ, যুগ্ম সম্পাদক জিহাদ হোসেন, সেলিম পারভেজ,  ইনসান আলী, রাকিবুল ইসলাম রাকিব, দপ্তর সম্পাদক রিয়াদ আল মাহমুদ, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ,খন্দকার মাহি,গোলাম মোর্তুজা, মনির হোসেন, মেহেদী হাসান, আজমির হোসেন, নাইম ইসলাম, মিরাজ মোহন, সোহাগ হোসেন সহ নেতৃবৃন্দ। 

দোয়া পরিচালনা করেন অত্র হাফেজিয়া মাদরাসার প্রধান মোহতামিম মাওলানা মোহাম্মাদ শহিদুল ইসলাম ।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024