◾ মো. মাহিন ভূঁইয়া || মানবজীবনের প্রতিটাক্ষেত্রে যেমন প্রযুক্তির ব্যবহার শুরু হয়েছে, তেমনিভাবে রিক্সাতেও প্রযুক্তির ব্যবহার এসেছে। রাজধানী ঢাকায় প্যাডেলচালিত রিক্সার ঐতিহ্য থাকলেও বর্তমানে সেই রিক্সাগুলোতে ব্যাটারী লাগিয়ে নিজেদের শ্রম লাগব করার চেষ্টা করছে চালকরা।


এসব ব্যাটারিচালিত অটোরিক্সা দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে। পায়ে চালিত প্যাডেলের রিক্সায় গতির নিয়ন্ত্রণ চালকের পায়ে থাকলেও,ব্যাটারিচালিত অটোরিক্সায় কয়েকগুন গতি বেশি থাকে এবং অনেকসময় চালকের নিয়ন্ত্রণের বাহিরে চলে যায়। ব্যাটারিচালিত রিক্সার কারণে পথচারীরা নিরাপদভাবে রাস্তা পারাপার হতে পারেননা। ব্যাটারিচালিত রিক্সার কারণে যানজট কয়েকগুন বৃদ্ধি পেয়েছে। ব্যাটারিচালিত অটোরিক্সার কারণে নিয়মিতভাবেই ছোট-বড় সড়ক দুর্ঘটনা ঘটছে।


রাজধানী ঢাকার রাস্তাগুলোর প্রায় সবটুকুই ব্যাটারিচালিত অটোরিক্সার দখলে। সড়ক দূর্ঘটনা রোধ করা, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা,যানজট নিরসন করা ও নিরাপদে পথচারী পারাপারের জন্য আইনী পদক্ষেপের মাধ্যমে ব্যাটারিচালিত অটোরিক্সায় অভিযান চালিয়ে ব্যাটারীর ব্যবহার বন্ধ করা উচিত। 
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024