|
Date: 2022-11-30 06:16:41 |
শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নের ভালুকা মৌজায় ২২৪ নং দাগে সরকারী জমি অন্যের দখলে থাকা প্রায় ১ একর জমি উদ্ধার করা হয়েছে। ২৯ নভেম্বর মঙ্গলবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল কবীরের নেতৃত্বে ভূমি অফিসের একটি দল ভূমিদস্যুর দখলে থাকা ওই জমি উদ্ধার করেন। এসময় উপস্থিত ছিলেন, নলকুড়া ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা ও ভূমি অফিসের অন্যান্য লোকজন। জানা যায়, ওই সরকারী খাস জমি নিয়ে এলাকার ভূমিদস্যুদের মধ্যে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিল। জমি উদ্ধার হওয়ায় অবশেষে ওই বিরোধ নিষ্পত্তি হয়েছে। সেই সাথে উপজেলা ভূমি অফিস থেকে সরকারী নিয়ম অনুযায়ী ওই জমি বন্দোবস্ত দেওয়ার জন্য সর্ব সাধারণের কাছ থেকে আবেদন আহবান করা হয়েছে। উদ্ধার কাজ শেষ করে সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল কবীর, মুজিববর্ষের ৪র্থ পর্যায়ের গৃহ নির্মাণ কাজ পরিদর্শন করেন।
© Deshchitro 2024