|
Date: 2025-01-09 13:06:53 |
মো. আল আমিন, শাজাহানপুর(বগুড়া), প্রতিনিধিঃ বগুড়ার শাজাহানপুরে মাদলা ইউনিয়নে "বাংলাদেশ গড়ার তারুণ্যের উৎসব" নামে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে উপজেলা প্রশাসনের সহযোগিতায় মাদলা ইউনিয়ন পরিষদে এ উৎসব অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে রচনা প্রতিযোগিতায় অংশ নেয় স্থানীয় শতাধিক শিক্ষার্থী। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি মাদলা ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান।
প্রতিযোগিতার বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার ছানোয়ার হোসেন, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোমিনুল ইসলাম, উপস্থিত ছিলেন ইউপি সচিব আব্দুল মমিন সহ অতিথিবৃন্দ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তাইফুর রহমান জানান, তরুণ প্রজন্মকে সৃজনশীল কাজে উৎসাহিত করার মাধ্যমে সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যেই উপজেলা ব্যাপী এই উৎসবের আয়োজন করা হয়েছে।
© Deshchitro 2024