ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ও বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা রাষ্ট্র কাঠামো বাস্তবায়নের লক্ষ্যে সাতক্ষীরায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।


সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রদলের আয়োজনে ১০ জানুয়ারী শুক্রবার সকালে শহরের কুখরালী ফুটবল মাঠে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন সাতক্ষীরা পৌর বিএনপির আহবায়ক মাসুম বিল্লাহ শাহীন।


সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রদলের শিহাব হোসেনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা ছাত্রদলের সদ্য সাবেক সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক শাহ কামরুজ্জামান কামু, জেলা ছাত্র দলের সিনিয়র যুগ্ম সম্পাদক মেহেদী হাসান, সাতক্ষীরা মেডিকেল কলেজ সার্জারি বিভাগের চিকিৎসা মোঃ মিজানুল হক, সার্জারি বিভাগের চিকিৎসা মুশফিকুর রহিম, জেলা ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম পলাশ, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক মাসুদ রায়হান, ইর্ন্টানি চিকিৎসক প্রীতম কুমার দাষ, ৬নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি সাইফুল ইসলাম, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক শেখ রাসেল হোসেনসহ আরো অনেকে।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024