|
Date: 2025-01-10 13:50:22 |
মোঃ আল আমিন, শাজাহানপুর (বগুড়া), প্রতিনিধিঃ বগুড়ার শাজাহানপুরে সাজাপুর পশ্চিম পাড়া মসজিদের নামে ব্যাংক একাউন্টে গচ্ছিত রাখা ১১ লাখ ৮৬ হাজার টাকা সভাপতির স্বাক্ষর জাল করে আত্মসাতের অভিযোগ উঠেছে সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মানিকের বিরুদ্ধে। আত্মসাৎকারি মনিরুজ্জামান মানিক উপজেলা সাজাপুর পশ্চিম পাড়া গ্রামের মোস্তাফিজার রহমানের ছেলে।
শুক্রবার (১০ জানুয়ারি) বাদ জুম্মা বিষয়টি জানাজানি হলে মুসুল্লিদের তোপের মুখে পড়েন সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মানিক ও তার বাবা।
এ সময় তিনি স্বীকার করেন ব্যাংক থেকে উত্তোলন করা টাকা মধ্যে ১০ লাখ ৩৪ হাজার টাকা তার কাছে জমা আছেন। আগামী মাসে তিনি সব গুলো টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দেন।
স্থানীয় এলাকাবাসী জানান বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ক্ষমতার দাপুটে মানিক বেলপুকুর উচ্চ বিদ্যালয়ের লাইব্রেরিয়ান হিসেবে চাকুরী নেন পরবর্তীতে সে সাজাপুর মসজিদে সাধারণ সম্পাদকের পদটিও নিজের করে নেন।
এ বিষয়ে মসজিদে সভাপতি ও খতিব মাওলানা আহম্মদ আলী জানান, মসজিদে বার্ষিক আয় ব্যয়ের হিসাবে জন্য ব্যাংক স্টেটমেন্ট উত্তোলন করলে টাকা আত্মসাৎ বিষয়টি জানা যায়।
তিনি জানান প্রায় ৪৭ বছর ধরে আমি মসজিদে ইমাম ও সভাপতির দ্বায়িত্ব পালন করে আসছি। মসজিদের টাকা গচ্ছিত রাখতে সভাপতি ও সাধারণ সম্পাদক যৌথ নামে ব্যাংক হিসাব খোলা হয়েছিল। মসজিদে বিভিন্ন খরচের জন্য ৩টি চেকে মাত্র ৬৫হাজার টাকা উত্তোলনের জন্য সাধারণ সম্পাদক মানিকের কাছে চেকের পাতা স্বাক্ষর করে দিয়েছিলাম। কিন্তু সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মানিক গত বছরে বিভিন্ন সময় আমার স্বাক্ষর জাল করে ১৪ চেকে ১১লাখ ৮৬ হাজার টাকা উত্তোলন করছে।
গতকাল বিষয়টি জানার পর আজ জুম্মার নামাজ শেষে সাধারণ সম্পাদক মানিক সবার সামনে টাকা উত্তোলন বিষয়টি স্বীকার করেন।
© Deshchitro 2024