|
Date: 2025-01-10 15:37:04 |
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে চোরাই গরুসহ চোর আটক হয়েছে। জানা গেছে, শুক্রবার (১০ জানুয়ারি ভোর আনুমানিক ৫ টার দিকে নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের কামুল্যা গ্রামের মৃত তমিজ উদ্দিনের ছেলে সুরুজ মিয়ার গোয়াল ঘরের তালা ভেঙে একই গ্রামের জেল্লাল হোসেনের ছেলে সজিব হোসেন (২৫) আনুমানিক ৯০ হাজার টাকা মূল্যের একটি লাল রঙের গাভী চুরি করে নিয়ে যাবার সময় সকালে বুড়ইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিকট পাকা রাস্তায় স্থানীয় লোকজন গরুসহ তাকে আটক করে নন্দীগ্রাম থানা পুলিশকে খবর দেয়। এরপর নন্দীগ্রাম থানার এসআই মেহেদী হাসান সঙ্গীয় ফোর্স নিয়ে চোরাই গাভীসহ তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। এ চুরির ঘটনায় নন্দীগ্রাম থানায় একটি মামলা হয়েছে। এ বিষয়ে দায়িত্বরত কর্মকর্তা এসআই নাজমুল হোসেন বলেন, উপজেলার বুড়ইল থেকে চোরাই গাভীসহ একজনকে আটক করে স্থানীয় জনতা থানা পুলিশকে খবর দেয়। আমরা ঘটনাস্থলে গিয়ে গাভীসহ একজনকে আটক করে থানায় নিয়ে আসি। আটককৃত আসামির বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়েছে।
© Deshchitro 2024