`আত্মিক ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক আয়োজিত` "জুলাই গণঅভ্যুত্থান শহীদ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪" এতে ৪৮ টি টিম অংশগ্রহণ করে। এরই পরিপ্রেক্ষিতে আজ ১১ জানুয়ারি সুপার সিক্সে নিজেদের জায়গা করে নিতে ঢাকা কলেজ কেন্দ্রীয় মাঠে নারায়নগঞ্জ কিংস ( নারায়ণগঞ্জ) বনাম কুমিল্লা ইউনাইটেড ( কুমিল্লা) খেলা অনুষ্ঠিত হয়।


কুমিল্লা ইউনাইটেড টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। ব্যাট হাতে নারায়নগঞ্জ জ্বলে উঠতে পারে নি। মাত্র ৮০ রানে রাতে গুটিয়ে যায় নারায়নগঞ্জ। ব্যাট হাতে কুমিল্লা ইউনাইটেড জ্বলে উঠে। অনিক সরকারের ৬২ রানের চোখ ঝাঁজালো ব্যাটে ৬.১ ওভারে মাত্র ১ উইকেট হারিয়ে বিশাল ব্যবধানে কুমিল্লার জয়। ম্যাচ সেরা হন কুমিল্লার প্লেয়ার আকিব হোসাইন তিনি মাত্র ৮ রান দিয়ে ৫ টি উইকেট নেন।
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024