মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের রামের খোলা নামক এলাকার ফ্লাইওভারে নিচ থেকে অজ্ঞাত এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে মরদেহটি উদ্ধার করে সিরাজদিখান থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন সিরাজদিখান থানার উপ-পরিদর্শক মো. নোমান সিদ্দিকি।


তিনি জানান, এলাকাবাসীর কাছে থেকে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়। আনুমানিক ২৫/৩০ বছর বয়সী ওই নারীর শরীরে কোনো পোশাক ছিল না। ধারণা করছি দুর্বৃত্তরা কয়েকদিন আগে ওই নারীকে হত্যা করে এখানে ফেলে গেছে। মরদেহের পরিচয় শনাক্তে পিবিআইয়ের সহায়তা নেওয়া হবে। এরপর পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024