|
Date: 2025-01-11 10:40:12 |
গত কয়েক বছর ধরে অত্যান্ত সুনামের সাথে পরিচালিত হয়ে আসছে দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান "মারকাজুন নাযাত ইন্টারন্যাশনাল হিফজুল কোরআন মাদরাসা"।
নোয়াখালী জেলার চাটখিল উপজেলার কড়িহাটি বাজার সংলগ্ন মারকাজুন নাযাত ইন্টারন্যাশনাল হিফজুল কোরআন মাদরাসা প্রাঙ্গণে ১১ জানুয়ারি (শনিবার) সকাল ১১টায় মাদরাসার পরিচালক হাফেজ মাওলানা সিফাতুল ইসলাম ও আবদুর রহমান এর যৌথ সঞ্চালনায় সভাপতিত্ব করেন সাধুরখিল এ আই দাখিল মাদ্রাসা'র অধ্যক্ষ মাওলানা সফিউল্লাহ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জামেয়া ওসামানীয়ার মুহাদ্দিস মাওলানা ইব্রাহিম খলিল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তালতলা মহিলা আলিম মাদরাসা অধ্যক্ষ মাওলানা আশেক এলাহি, কড়িহাটি ছালেমিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা অধ্যাপক মাওলানা মেজবাহ উদ্দিন, সহকারী অধ্যাপক মাওলানা সাইফুল ইসলাম ও মাওলানা এনায়েত উল্যাহ।
অনুষ্ঠানে প্রধান অতিথি মুহাদ্দিস মাওলানা ইব্রাহিম খলিল সদ্য নাজেরানা শেষ করা ১১ জনকে হেফজ বিভাগে সবক প্রদান করেন।
আলোচীত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান হেফাজ বিভাগ, অভিভাবকদের অনুরোধে চাটখিল শিশু হাসপাতাল সংলগ্ন "মারকাজুন নাযাত ইন্টারন্যাশনাল হিফজুল কোরআন মাদরাসা" সম্পূর্ণ ভিআইপি পরিবেশে শীঘ্রই উদ্বোধন করার কথা রয়েছে।
মাদরাসার পরিচালক হাফেজ মাওলানা সিফাতুল ইসলাম তার বক্তব্য বলেন, আপনার সন্তান আমাদের কাছে আমানত। অত্যান্ত যত্নের সাথে মান সম্মত, স্বাস্থ্য সেবা, কোলাহল মুক্ত, মানসম্মত খাবার পরিবেশের মধ্যে দিয়ে অভিজ্ঞ হাফেজ শিক্ষক মণ্ডলী দ্বারা পাঠদান করানো হয়। জেনারেল শাখার সাথে রয়েছে ভিআইপি শাখা।
© Deshchitro 2024