|
Date: 2025-01-11 13:59:36 |
জামালপুরের দেওয়ানগঞ্জে পাইপগান ও কার্তুজসহ অন্তত হাফডজন মামলার আসামি এক আসামিকে গ্রেপ্তার করেছে দেওয়ানগঞ্জ মডেল থানা-পুলিশ।
গ্রেপ্তার ওই আসামির নাম খোরশেদ আলম ওরফে আলম (৫৪)। তিনি শশারিয়া ডালবাড়ি এলাকার শামমসুল হকের ছেলে।
গতকাল শনিবার (১১ জানুয়ারি) বিকেলে গ্রেপ্তার আলমকে জামালপুর আদালতে সোপর্দ করেছে পুলিশ।
দেওয়ানগঞ্জ মডেল থানা পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার রাত ৯টার দিকে গোপন খবরের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে দেওয়ানগঞ্জ পৌর এলাকার চুলকানি বিল এলাকা থেকে আলমকে আটক করে। এসময় তার কাছ থেকে একটি পাইপগান এবং কার্তুজ উদ্ধার করে পুলিশ। তার বিরুদ্ধে ১টি অস্ত্র মামলা, ২টি ডাকাতি মামলা, ১টি মাদক মামলা এবং ১টি চোরাচালানসহ ৬টি মামলা রয়েছে।
দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান বলেন, 'একটি পাইপগান এবং কার্তুজসহ একাধিক মামলার আসামি খোরশেদ আলমকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে জামালপুর চিপ জুডিশিয়াল আদালত হাজির করা হলে সংশ্লিষ্ট বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।'
© Deshchitro 2024