|
Date: 2022-11-30 12:29:50 |
সোহেল পারভেজ, কেশবপুর প্রতিনিধি
কেশবপুর উপজেলার সাগরদাঁড়ী ইউনিয়নের ৪,৫ ও ৭ ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়।
বুধবার (৩০ নভেম্বর)বিকেলে উপজেলার ঐতিহ্যবাহী সাগরদাঁড়ী চিংড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ওই কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা ডাঃ মোঃ শহিদুল ইসলাম এর সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের আহবায়ক আজহারুল ইসলাম মানিকের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তৃতা করেন, কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা। বিশেষ অতিথির বক্তৃতা করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর সভার ৯নং ওয়ার্ডের কাউন্সিলর শেখ এবাদত সিদ্দিকী বিপুল, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাগরদাঁড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্ত, উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক গাউসুল আজম তুহিন পাড়, বীরমুক্তিযোদ্ধা মোহাম্মাদ আলী, বীরমুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, বীরমুক্তিযোদ্ধা নিমাই চন্দ্র দেবনাথ, মশিয়ার রহমান, গাজীউর রহমান, নিমাই চান্দ্র প্রমূখ।
অনুষ্ঠানে প্রধান অতিথির উপস্থিতিত্বে উন্মুক্ত আলোচনার মাধ্যমে স্ব-স্ব ওয়ার্ডের বাংলাদেশ আওয়ামী লীগের সদস্য পদ কুপনধারীদের মতামতের ভিত্তিতে ত্রি-বার্ষিক কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। ৪নং ওয়ার্ড মোঃ আমিনউদ্দীন সভাপতি ও মোঃ হজরত মোল্যা সম্পাদক, ৫নং ওয়ার্ড আব্দুল হোসেন সভাপতি ও মোঃ আব্দুস সালাম সম্পাদক, ও ৭ নং ওয়ার্ড মোঃ আব্দুল কাদের মোড়ল সভাপতি ও মোঃ সাঈদুল হোসেন সম্পাদক নির্বাচিত হয়। অধিবেশনে একাধিক প্রতিদ্বন্দ্বী না থাকায় বাংলাদেশ আওয়ামী লীগের গঠনতন্ত্র মোতাবেক নির্বাচিতদের নাম ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি।
© Deshchitro 2024