|
Date: 2025-01-13 10:34:38 |
সিরাজগঞ্জ জেলা এনজিও ফেডারেশন ( এফ এনবি) জেলা কমিটির উদ্যোগে শীতার্ত প্রতিবন্ধী, গরীব, দুঃস্থ ও অসহায় ৫'শতাধিক মানুষদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।
বেসরকারি উন্নয়ন সংস্থা বুরো বাংলাদেশ এবং ব্রাকের যৌথ সহযোগিতায় কম্বল বিতরণ কার্যক্রম আয়োজন করেন, এনজিও ফেডারেশন( এফ এনবি) সিরাজগঞ্জ জেলা কমিটি
সোমবার (১৩ জানুয়ারি) সকাল সাড়ে ১০ টায় সিরাজগঞ্জ শহরের জ্ঞানাদায়িনী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে উক্ত শীতবস্ত্র কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন, সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার, সাধারণ শাখা ভিপিসেল এবং জেলা ত্রাণ ও পূর্ণবাসন কর্মকর্তা রোমানা রিয়াজ।
উক্ত কম্বল বিতরণকালে, এনজিও ফেডারেশন (এফএনবি) সিরাজগঞ্জ জেলা কমিটির সভাপতি ও 'সুক' এনজিও'র নির্বাহী পরিচালক মোঃ আনোয়ার হোসেন, কমিটির সহ-সভাপতি ও বুরো বাংলাদেশ সিরাজগঞ্জ অঞ্চল অঞ্চলিক ব্যবস্থাপক মোঃ আবুল হোসেন মিঞা, কমিটির সাধারণ সম্পাদক ও ব্র্যাক জেলা সমন্বয়ক মোঃ রইচ উদ্দিন, ও কোষাধ্যক্ষ লিয়াকত আলী ও বাংলাদেশ বুরো সিরাজগঞ্জ শাখা ব্যবস্থাপক মোঃ মিলন শেখ, সুখের আলো মহিলা কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক কামরুন্নাহার, ড. ফজলুর ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোঃ আবু জাফর খান, এফএমবি জেলা কমিটির অন্যান্য নেতৃবৃন্দ । সকল শীতার্ত সুবিধাভোগী মানুষ উক্ত কম্বল উপহার পেয়ে খুশি হয়ে বাড়ি ফিরছে ।
© Deshchitro 2024