শেরপুরের ঝিনাইগাতীতে উপজেলা প্রশাসনের আয়োজনে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষ্যে রচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ১৩ জানুয়ারি সোমবার দুপুরে উপজেলা পরিষদ হল রুমে স্কুল ও কলেজ শিক্ষার্থীদের অংশগ্রহণে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জুলাই বিপ্লব শীর্ষক কুইজ ও নতুন বাংলাদেশ বিনির্মাণে তরুণদের ভূমিকা বিষয়ে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রচনা ও কুইজ প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল। এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তফা কামালসহ স্কুল-কলেজের শিক্ষক ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024