|
Date: 2025-01-13 13:52:26 |
কক্সবাজারের কুতুবদিয়ায় বড়ঘোপ ইউনিয়নের জেলে পাড়ায় গত সোমবার বৈদ্যুতিক শর্ট-সার্কিটের আগুনে ১০ বাড়ি পুড়ে ছাই হয়ে যায়। সোমবার (১৩ জানুয়ারি ২৫) বিকালে কোস্ট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক রেজাউল করিম চৌধুরী এর নির্দেশে ক্ষতিগ্রস্থ ১০ পরিবারকে কোস্ট ফাউন্ডেশনের নিজস্ব তহবিল থেকে ৫ হাজার করে মোট ৫০ হাজার টাকা নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, কুতুবদিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ক্যাথোয়াইপ্রু মারমা, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সাদাত হোসেন, কোস্ট ফাউন্ডেশনের কক্সবাজার জেলার সিনিয়র কোঅডিনেটটর জিয়াউল করিম চৌধুরী, কুতুবদিয়া উপজেলা শাখা ব্যবস্থাপক জয়নাল আবেদীন ও ফজলুল হকসহ অনেকে।
© Deshchitro 2024