|
Date: 2022-11-30 13:54:19 |
যশোরের অভয়নগরে (৩০ নভেম্বর বুধবার) বিকালে নওয়াপাড়া ভৈরব নদীতে মধ্যপুর এলাকায় নদীতে হঠাৎ একটি কুমির দেখা যায়।
আকস্মিক কুমির দেখার কথার ছড়িয়ে পড়লে একে একে নদীর তীরে লোকজনের ভীড় জমে যায়।এখবর ছড়িয়ে পড়লে পাশের মধ্যপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক লাবন্য সাহা ঘটনাস্থলে এসে কুমিরের রোদ পোহানো ভিডিও ও ছবি তুলে ফেসবুকে ছেড়ে দিলে হাজার হাজার মানুষ কুমিরটি দেখতে নদের পাড়ে ভীড় করে।
মধ্যপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা লাবন্য সাহা বলেন, এলাকার মানুষের মুখে খবর পেয়ে নদীর পাড়ে এসে বিকাল সাড়ে ৩ টায় কুমিরটি দেখতে পাই। এসময় আমি ভিডিও করে এবং ছবি তুলে ফেসবুকে ছেড়ে দেই। বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীসহ এলাকার হাজার হাজার মানুষ কুমিরটি দেখতে নদীর পাড়ে ভীড় করে। সময় যতই গড়াতে থাকে ততই উৎসুক জনতার ভিড় বাড়িতে শুরু করে। এঘটনার পর থেকে এলাকায় আতংকের সৃষ্টি হয়েছে। এখন নওয়াপাড়া ভৈরব নদীর আসপাশের বিভবিভিন্ন এলাকায় কুমির নিয়ে তুমুল আলোচনা শুরু হয়েছে।
অনেকই বলছেন বেশ কিছু দিন আগেও কুমিরের আলামত দেখেছে ভৈরব নদীতে। কুমিরটি ছোট আকৃতির বলে অনেক উৎসুক জনতা খুব কাছ থেকে দেখতে পেরেছ সাহস করে।
এটা ৪/৫ ফিট হতে পারে। ধারনা করা হচ্ছে এটা সুন্দরবন এলাকার মিঠাপানির কুমির। খাদ্য সংকটের কারণে এ এলাকায় চলে আসতে পারে বলে অনেকই ধারণা করছে।
© Deshchitro 2024