রংপুরের পীরগাছায় বেসরকারি শিক্ষক-কর্মচারি কল্যাণ সমিতির ত্রিবার্ষিক কমিটি নির্বাচন আগামি ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এ উপলক্ষ্যে মনোনয়নপত্র বিতরণ ও জমা শুরু হয়েছে। সোমবার (১৩ জানুয়ারি) উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের হিসাব রক্ষক আবুল কালাম আজাদের কাছ থেকে সভাপতি পদে মনোনয়নপত্র ক্রয় করেন ব্রাহ্মণীকুন্ডা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক পদে মনোনয়নপত্র ক্রয় করেন নেকমামুদ বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সৈয়দ শামসুদ্দোহা চঞ্চল, কোষাধ্যক্ষ পদে মনোনয়নপত্র ক্রয় করেন পীরগাছা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল ওহাব মিঞা।
সৈয়দ শামসুদ্দোহা চঞ্চল সবার দোয়া ও ভোট চেয়ে বলেন, আমি সাধারণ সম্পাদক পদে মনোনয়নপত্র ক্রয় করেছি। যদি শিক্ষক-কর্মচারি আমাকে নির্বাচিত করেন তাহলে আমি উপজেলার সকল শিক্ষা পরিবার সদস্যদের একসাথে করে আমরা আমাদের বিভিন্ন দাবি-দাওয়া এবং সুযোগ-সুবিধা সমাধান করব। পাশাপাশি পীরগাছা উপজেলাকে মডেল শিক্ষার দিক থেকে তৈরি করতে পারি-এই ভূমিকা রাখব।
সভাপতি প্রার্থী জিল্লুর রহমান বলেন, আমি যদি নির্বাচিত হই তাহলে সমিতির উন্নয়নে এবং যারা সমিতির সদস্য আছেন তাদের উন্নয়নে আমরা কাজ করব। পাশাপাশি অল্প সময়ের মধ্যে শিক্ষক-কর্মচারির নিজস্ব ভবন তৈরি করে তাদের উপহার দেব। অল্প সময়ের মধ্যে মডেল শিক্ষক সমিতি হিসেবে গড়ে তুলতে চাই।
এসময় উপস্থিত ছিলেন নেকমামুদ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আউয়াল, চন্ডিপুর মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল আলম, রাজবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাকিম, অন্নদানগর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহনুর আলম প্রমুখ। 
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024