ঢাকা কলেজস্থ রাজবাড়ী জেলা ছাত্র কল্যাণ সমিতির সভাপতি হিসেবে আবদুল আলিম এবং সাধারণ সম্পাদক মিজানুর রহমান নির্বাচিত হয়েছেন। সম্প্রতি অনুষ্ঠিত এক সাধারণ সভায় তাদের নির্বাচন সম্পন্ন হয়। 


এ বিষয়ে সভাপতি আবদুল আলিম বলেন, "রাজবাড়ী জেলার সকল সদস্যদের পাশে নিয়ে আমরা ঢাকা কলেজে আরও কার্যকরী ভূমিকা পালন করবো। আমাদের লক্ষ্য হলো রাজবাড়ী জেলা থেকে আগত ছাত্রদের উন্নয়ন এবং শিক্ষার্থীদের সেবায় মনোনিবেশ করা।"


সাধারণ সম্পাদক মিজানুর রহমান বলেন, "আমরা সকল সদস্যের সহযোগিতায় জেলা পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছি। আমাদের প্রধান উদ্দেশ্য হবে, রাজবাড়ী জেলার শিক্ষার্থীদের অধিকার এবং সুযোগ-সুবিধা বৃদ্ধি করা।"


এ সভায় অন্যান্য পদেও নতুন নেতৃত্ব নির্বাচিত হয়েছে এবং সদস্যরা তাদের পক্ষ থেকে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024