জয়পুরহাটের পাঁচবিবি থানার বিভিন্ন এলাকার ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও অসহায় শিতার্ত ছিন্নমূল মানুষের মাঝে জেলা পুলিশের পক্ষ থেকে কম্বল বিতরণ করা হয়েছে। 

সোমবার দিবাগত রাত ৯ টা থেকে শুরু করে সঙ্গীয় অফিসার-ফোর্সসহ পাঁচবিবি থানাধীন কয়েকটি গ্রামে গিয়ে সেখানকার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জনসাধারণের মাঝে বিতরণ করে মাঝরাতে পাঁচবিবি রেলওয়ে স্টেশন প্লাটফর্মে শুয়ে-বসে ও ঘুমিয়ে থাকা ছিন্নমূল মানুষের গায়ে কম্বল জরিয়ে দেন জয়পুরহাট জেলা পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব। আর এসব কম্বল পেয়ে উচ্ছ্বসিত শীতার্ত মানুষেরা পুলিশ সুপার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

কম্বল বিতরণ শেষে পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব বলেন, মানবিক কারণে জেলার বিভিন্ন গ্রামে ও শহরের গুরুত্বপূর্ণ এলাকার অসহায়, গরীব,  সম্বলহীন এবং শিতার্ত ছিন্নমূল মানুষগুলোর দুর্দশা উপলদ্ধি করে জেলা পুলিশের পক্ষ থেকে কম্বল বিতরণ করছি। 

এ সময় উপস্থিত ছিলেন, জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ শাহেদ আল মামুন, জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের ওসি মোঃ আসাদুজ্জামান, পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ মোঃ কাওসার আলীসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা। 

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024