ঃ আশাশুনি সরকারি কলেজে বা‌র্ষিক ক্রীড়া প্রতি‌যো‌গিতা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দু'দিনের প্রতিযোগিতা উৎসব মুখর পরিবেশে শেষ হয়েছে। 

সোমবার সকালে প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন প্রধান অ‌তি‌থি আশাশুনি সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর কা‌জী মারুফ-উল-ইসলাম। ক‌লে‌জের অধ‌্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ হোসেন আলীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অনুষ্ঠানের আহবায়ক ও স্টাফ কাউন্সি‌লের সাধারণ সম্পাদক মোঃ স‌হিল উদ্দিনসহ শিক্ষকমন্ডলী উপস্থিত ছিলেন। উদ্বোধনী দিনে লাফ, দৌড়, চাকতী নিক্ষেপ, বর্ষা নিক্ষেপসহ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা এবং সমাপনী দিনে তারুণ্যের উৎসব উপলক্ষে টি-টেন ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়। একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলা পরিচালনা করেন, প্রভাষক জাকির হোসেন ভুট্ট, গোলাম কবির, মাসুদুর রহমান, রবিউল ইসলাম, দীপঙ্কর মল্লিক। উদ্বোধনী দিনে প্রধান অতিথি, অধ্যক্ষ ও আহবায়ক জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024