|
Date: 2025-01-14 14:19:23 |
ঢাকা জেলার দোহার উপজেলায় গোপন অভিযান পরিচালনা করে ২৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই জনকে আটক করে থানা পুলিশ। গত রবিবার (১২ জানুয়ারি) দোহার থানার অফিসার ইনচার্জ মো. রেজাউল করিমের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) হুমায়ুন কবির ও সঙ্গীয় ফোর্সের সহায়তায় তাদেরকে আটক করা হয়।
আটককৃত মো. জুয়েল রানা শেখ (৩৯), দোহার পৌরসভার ৪ নং ওয়ার্ডের শেখ ছাহের উদ্দিনের ছেলে ও মিঠু শেখ (৪০), একই ওয়ার্ডের মৃত মোস্তফা শেখের ছেলে। আটকের পরে তাদেরকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী আদালতে প্রেরণ করা হয়। মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। মাদক বিরোধী অভিযান নিয়মিত চলমান থাকবে বলেও এসময় জানানো হয়।
© Deshchitro 2024