১৪ জানুয়ারি ২০২৫ ইং রোজ মঙ্গলবার

মাওলায়ে কায়েনাত, অছিয়ে রাসুল (সা:), মুসলিম উম্মাহর মাওলা (অভিভাবক) , আমিরুল মুমেমীন মাওলা আলী ইবনে আবু তালিব (আ:) এর পবিত্র শুভাগমন উপলক্ষে আলোচনা সভা চট্রগ্রাম কদম মোবারকস্থ চট্রগ্রাম একাডেমি হলে মুহিব্বীনে আহলে বায়েত ফাউন্ডেশন এর উদ্যোগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক  জনাব ড.মুহাম্মদ জাফর উল্লাহ, বিশেষ অতিথি ও সম্মানিত আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জনাব মুহাম্মদ আলী মাকারিম আল খোরাসানী।সাংগঠনিক সম্পাদক জনাব মুহাম্মদ শাহ জাহান আলী খান মাইজভান্ডারি তার বক্তব্যে পূত:পবিত্র আহলে বায়েতের জীবনাদর্শের অপরিসীম গুরুত্বের প্রতি মুসলিম উম্মাহকে সজাগ হওয়ার আহব্বান জানান। তিনি আরও বলেন মাওলা আলীকে সঠিক মূল্যায়ন না করলে ইসলাম পরিপূর্ণ বুঝা যাবে না। আহলে বাইতের আদর্শ বাদ দিয়ে বা সঠিক মূল্যায়ন না করলে কোন প্রকারেই তা ইসলামের আদর্শ বা শান্তি প্রতিষ্ঠা হতে পারে না।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024