দিনাজপুর বিরল উপজেলার ৭নং বিজোড়া ইউনিয়ন  পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ মাসুদ রানা ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিচালনা করতে গিয়ে পদে পদে বাঁধার সমুক্ষীন হচ্ছে বলে এক অভিযোগ উঠেছে।
 গত ৫আগষ্ট ছাত্র জনতার গনঅভ্যুথানের মধ্যে দিয়ে আওয়ামী সরকারের পরিবর্তনের পর এক শ্রেনীর কুচক্রী মহল ৭নং বিজোড়া ইউনিয়ন পরিষদে হামলা চালিয়ে পরিষদের আসবাবপত্র ভাংচূড় ও অগ্নিসংযোগ করে পরিষদের কার্যক্রম স্থবির করে দেয় ।দীর্ঘদিন স্থানীয় জনগনকে পরতে হয় চরম ভোগান্তিতে।ধ্বংসস্তূপে পরিণত হওয়া ইউনিয়নপরিষদের কার্যক্রম আবার একটু একটু করে সচল হতে থাকে। গত ১৫জুন ২০২২সালে ৭নং বিজোড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩নং ওয়ার্ড থেকে মেম্বার পদপ্রার্থী হিসেবে টিউবওয়েল প্রতীক নিয়ে বিপুল ভোটে জয়ী হয়ে নির্বাচিত হওয়া মোঃ মাসুদ রানা সরকার পরিবর্তনের পর আওয়ামী সমর্থিত চেয়ারম্যান আমজাদ হোসেনের স্থলাভিষিক্ত প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করে ।কিন্তু মাসুদ রনা প্যানেল চেয়ারম্যান হওয়ায় কতিপয় স্থানীয় কুচক্রী মহলের চক্ষুশূল হয়ে দাঁড়ায় সে। তাদের পছন্দনীয় ব্যক্তিকে প্যানেল চেয়ারম্যান করার জন্য বিভিন্ন ধরনের প্রচেষ্টা চালায়।কিন্তু তাদের সে আশায় গুড়ে বালি পরে।এরই মধ্যে গত ৮জানুয়ারি ২৫ জেলা প্রশাসক কতৃক সাক্ষরিত এক চিঠিতে বিরল উপজেলার ৭নং বিজোড়া ইউনিয়ন পরিষদের আর্থিক ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য প্যানেল চেয়ারম্যান ১হিসেবে মোঃ মাসুদ রানাকে দায়িত্ব অর্পণ করা হয়।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার শাখা কতৃক উল্লিখিত স্মারকে জেলা প্রশাসক সাক্ষরিত চিঠিতে উল্লেখ করা হয়" উপজেলা নির্বাহী অফিসার বিরল,দিনাজপুরের স্মারক নং ০৫,.৫৫, ২৭১৭,০০০,০২,০১৭,২৪-১৪৮৮ তারিখ ২৩|১২|২০২৪ খ্রি।
উপযুক্ত বিষয় ও সুত্রের পরিপ্রেক্ষিতে দিনাজপুর জেলাধীন বিরল উপজেলার বিজোড়া ইউনিয়ন পরিষদে দায়িত্বপ্রাপ্ত মোঃ মাসুদ রানা প্যানেল চেয়ারম্যানকে ইউনিয়ন পরিষদের জনসেবাসহ দৈনন্দিন কার্যক্রম চলমান রাখার নিমিত্ত স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ)আইন ২০০৯এর ধারা ৩৩,১০১ ও ১০২ অনুযায়ী ইউনিয়ন পরিষদ পরিচালনার জন্য আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ করা হলো"।
কিন্তু মোঃ মাসুদ রানা জেলা প্রশাসক কর্তৃক সংশ্লিষ্ট দায়িত্ব পাওয়ার সাথে সাথে তেলে বেগুনে জ্বলে উঠে স্থানীয় কিছু স্বার্থানেশ্বী ব্যক্তি ।পদে পদে তার চলমান কার্যক্রমে ব্যাঘাত সৃষ্টি করে আসছে বলে অভিযোগ করেন প্যানেল চেয়ারম্যান মোঃ মাসুদ রানা । জনগনের আস্থা ও ভরসা নিয়ে জনগনের সেবা নিশ্চিত করতে অর্পিত দায়িত্ব পালন করতে গিয়ে বাঁধার সমুক্ষীন হওয়া মাসুদ রানা নাম না প্রকাশ করার শর্তে আরো বলেন যে স্থানীয় কতিপয় ব্যক্তি দলীয় পরিচয় দিয়ে আমার চলমান দায়িত্ব পালনে ব্যাঘাত সৃষ্টি করছে।আগ বাড়িয়ে ঝগড়া বিবাদের চেষ্টা করে আসছে।আমার ইউনিয়ন পরিষদের নির্বাচিত সদস্য ও সরকার কর্তৃক আদেশের প্রেক্ষিতে প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব পেয়ে আমার উপর অর্পিত  দায়িত্ব পালন করে আসছি।কিন্তু আমার উপর এই দায়িত্ব দেয়ায় কতিপয় ব্যক্তির কেন ঈর্ষার কারন হয়ে দাড়াল তা আমার আদৌ বোধগম্য নয়।তবে আমি চাই ইউনিয়নের সকলের সহোযোগিতা নিয়ে জনগনের কাঙ্খিত সেবা প্রদান করতে।এছাড়াও তিনি সংশ্লিষ্ট বিষয়ে প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024