|
Date: 2022-11-30 15:13:13 |
জামালপুরের ইসলামপুরে বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তারে ব্যাপক অভিযান চালাচ্ছে পুলিশ। গ্রেপ্তার আতঙ্কে বাড়িঘর ছেড়ে বিএনপি নেতারা পালিয়ে বেড়াচ্ছেন। ইতিমধ্যে বিএনপির ৩ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত বিএনপি নেতাদের দাবি, গভীর রাতে ঘুম থেকে ডেকে তোলে তাদের গ্রেপ্তার করা হয়েছে। তবে পুলিশ বলছে, নাশকতার সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতেই তাঁদের গ্রেপ্তার করা হয়।
গত মঙ্গলবার রাতে (২৯ নভেম্বর) এবং বুধবার দুপুরে পৃথক পৃথক অভিযানে বিভিন্ন জায়গায় থেকে তাঁদের গ্রেপ্তার করে ইসলামপুর থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন ইসলামপুর সদর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মানিক চাঁন, পৌর সভার ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি জহির উদ্দিন রাজা এবং গোয়ালেরচর ইউনিয়ন যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোসা মিয়া।
বুধবার বিকালে গ্রেপ্তারকৃতদের আদালতে হাজির করলে জামিন নামঞ্জুর করলে বিজ্ঞ বিচারক তাদের জেলহাজতে প্রেরণের আদেশ দেন।
ইসলামপুর থানা সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ইসলামপুর থানার এসআই সাইফুল ইসলাম বাদি হয়ে নাশকতার অভিযোগে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫ (৩) উপধারায় মামলা দায়ের করেছেন।
থানা হাজতে থাকাবস্থায় গ্রেপ্তারকৃত বিএনপির নেতা মানিক চাঁন বলেন, 'রাত ৮টার দিকে একদল পুলিশ আমার বসতঘর থেকে আমাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে এসে উদ্দেশ্যপ্রণোদিত মামলা ঢুকে দিয়েছে।'
থানা হাজতে থাকাবস্থায় পৌর সভার ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি জহির উদ্দিন রাজা বলেন, 'আমার বিরুদ্ধে কোনো মামলা না থাকলেও আমাকে গভীর রাতে ঘুম থেকে ডেকে তোলে থানায় নিয়ে আসে পুলিশ। পরে গায়েবি মামলা ঢুকে দিয়েছে।'
যুবদলের নেতা মোসা মিয়া বলেন, 'আমি অসুস্থ। তবুও আমাকে অযথা গ্রেপ্তার করেছে পুলিশ।'
ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ মাজেদুর রহমান বলেন, 'নাশকতার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়েছে।'
উপজেলা বিএনপির সভাপতি ও ইসলামপুর আসনের সাবেক সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু বলেন, 'আগামি ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির সমাবেশ ঠেকাতে নাশকতার ধোঁয়া তোলে বাড়ি বাড়ি গিয়ে আমাদের নেতাকর্মীদের গ্রেপ্তার করছে পুলিশ। গ্রেপ্তার আতঙ্কে বাড়িঘরে থাকতে পারছে না নেতাকর্মীরা।'
© Deshchitro 2024