|
Date: 2025-01-16 03:15:58 |
_________________________•
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র চূড়ান্ত করতে রাজনৈতিক দল ও বিভিন্ন অংশীজনদের সঙ্গে সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। আজ বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকাল ৪টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সর্বদলীয় এ বৈঠক শুরু হবে। বৈঠকে চারজন উপদেষ্টা উপস্থিত থাকবেন বলে সরকারি সূত্রে জানা গেছে।
গতকাল বুধবার (১৫ জানুয়ারি) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় প্রধান উপদেষ্টার প্রেস উইং। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার এ বৈঠক আহবান করেছে। বৈঠকে বিএনপি, জামায়াত, গণতন্ত্র মঞ্চসহ রাজনৈতিক দল ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত থাকবেন বলে ধারণা করা হচ্ছে। এছাড়া গুরুত্বপূর্ণ এ বৈঠকের পরই কবে ঘোষণাপত্রটি দেয়া হবে, তাও জানা যেতে পারে।
গত মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ ব্রিফিংয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম এ সর্বদলীয় বৈঠকের কথা জানিয়েছিলেন। সে সময় তিনি বলেছিলেন, বৃহস্পতিবার এ বৈঠকের ভেতর দিয়ে ঐকমত্যের ভিত্তিতে একটি দলিল প্রণীত হবে। সে দিনই স্পষ্ট হবে, কবে ঘোষণাপত্রটি জারি করব এবং সরকার কীভাবে ঘোষণাপত্র জারি করার বিষয়ে ভূমিকা রাখবে।
ছাত্রদের ঘোষণাপত্র অবলম্বনে গত ১২-১৩ দিনে উপদেষ্টা পরিষদ থেকে খসড়া ঘোষণাপত্র প্রস্তুত করার চেষ্টা করেছেন জানিয়ে মাহফুজ আলম তখন বলেছিলেন, এ নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল ও অংশীজনের সঙ্গে তারা কথা বলেছেন। বিএনপি, জামায়াত, নারী সংগঠন, শিক্ষকসংগঠন ও ছাত্রদের সঙ্গেও কথা বলেছেন। সবাই ঘোষণাপত্র দেয়ার বিষয়ে একমত।
এদিকে জুলাই গণ-অভ্যুত্থানের ঘোষণাপত্র দেয়ার জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির দেয়া সময়সীমা গতকাল শেষ হয়েছে। সে প্রেক্ষাপটে এ দুটি সংগঠনের নেতারা বুধবার রাতে রাজধানীর বাংলামোটরে তাদের কার্যালয়ে নিজেরা বৈঠক করেন।
বৈঠক শেষে রাত ১০টায় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে দুটি সংগঠনের নেতারা জানিয়েছেন, তাদের দুটি সংগঠনের একটি প্রতিনিধিদল প্রধান উপদেষ্টার আহ্বানে সর্বদলীয় বৈঠকে অংশ নেবে। আলোচনা শেষে অবিলম্বে ঘোষণাপত্র করার তারিখ ঘোষণা করতে হবে। কোনো প্রকারের কালক্ষেপণ ও গড়িমসি হলে দ্রুতই সারা দেশের সর্বস্তরের ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তুলা হবে।
© Deshchitro 2024